আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস জিম্বাবুয়েকে হারিয়ে টেস্ট ইতিহাসে বিরল ঘটনায় নাম তুলল পাকিস্তান

জিম্বাবুয়েকে হারিয়ে টেস্ট ইতিহাসে বিরল ঘটনায় নাম তুলল পাকিস্তান


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ১০, ২০২১ , ৩:০৩ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : জিম্বাবুয়ের শেষ উইকেট নিতে পাকিস্তানকে চতুর্থ দিন সকালে মাঠে নামতে হয়েছে। রোববার তৃতীয় দিনেই জিতে যেতেন সফরকারীরা।
ফলোঅনে পড়া জিম্বাবুয়ে একসময় ভালো লড়াই করেছে, ১৪২/২। টেলর ও চাকাভার ব্যাটে ভর করে এগিয়ে যাচ্ছিলেন স্বাগতিকরা। কিন্তু এ দুজন আউট হতেই স্বাগতিকদের দ্বিতীয় ইনিংস তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করল। আজ চতুর্থ দিনে পাকিস্তান নেমেছে শুধু কত দ্রুত দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ তে জেতা যায়। অপেক্ষা ছিল শাহিন শাহ আফ্রিদির ৫ উইকেট পূরণের। জিম্বাবুয়ের শেষ উইকেটটি শাহিন নিতে পারেন কিনা তা নিয়েই ছিল উত্তেজনা। দিনের পঞ্চম ওভারেই সফল হলেন শাহিন। ওভারের শেষ বলে লুক জঙ্গিকে কট বিহাইন্ডে পরিণত করে নিজের টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ৫ উইকেট শিকার করলেন শাহিন। শাহিনকে ফাইফার বানানোর পেছনে বড় এক উদ্দেশ্য লুকিয়ে ছিল পাকিস্তানের। আজ শাহিনের ৫ উইকেট শিকারের মাধ্যমে ইতিহাস গড়েছে পাকিস্তান। নিজেদের টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো একই ম্যাচে তিনজন বোলারের ফাইফারের নজির গড়লেন তারা। প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন পেসার হাসান আলি। দ্বিতীয় ইনিংসে শাহিন ছাড়াও ৫ উইকেটে পেয়েছেন বাঁহাতি স্পিনার নোমান আলি।প্রায় ১৫০ বছরের টেস্ট ইতিহাসে মাত্র ছয়বার ঘটল এই বিরল ঘটনা। সবশেষ ১৯৯৩ সালে এমন ঘটনা দেখেছিল সাদা জার্সির খেলায়। প্রায় ২৮ বছর পর এবার সেই বিরল ইতিহাসে নাম লেখাল পাকিস্তান। একই ম্যাচে কোনো দলের তিন বোলার ফাইফার নিতে পেরেছেন।
আগের দিন ৯ উইকেটে ২২০ রান নিয়ে খেলা শেষ করে জিম্বাবুয়ে। ইনিংস পরাজয় এড়াতে তাদের করতে হতো ১৫৮ রান। হাতে ছিল মাত্র ১ উইকেটে। ৩১ রানে অপরাজিত থেকে আজ মাঠে নামেম লুক জঙ্গি। শেষ ব্যাটসম্যান হিসেবে নামেন মুজারাবানি। আজ সেই এক উইকেটে ১১ রান যোগ করতে পেরেছে জিম্বাবুয়ে। গুটিয়ে গেছে ২৩১ রানে। ফলে ইনিংস ও ১৪৭ রানের জয় নিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে পাকিস্তান।
প্রথম ইনিংসে পাকিস্তানের ৫১০ রানের জবাবে কাল হাসান আলির আগুনে বোলিংয়ে ১৩২ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়ে জিম্বাবুয়ে। ক্যারিয়ারসেরা বোলিংয়ে ২৭ রানে ৫ উইকেট নেন হাসান। দ্বিতীয় ইনিংসে রেগিস চাকাভা (৮০) ও ব্রেন্ডন টেলরের (৪৯) ব্যাটে ঘুরে দাঁড়ানোর আভাস দিলেও শেষ বিকালে ফের পথ হারিয়ে হারের দুয়ারে দাঁড়িয়ে স্বাগতিকরা।