আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস জিম্বাবুয়ে পৌঁছেছে বাংলাদেশ দল

জিম্বাবুয়ে পৌঁছেছে বাংলাদেশ দল


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ৩০, ২০২১ , ১:০০ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে মঙ্গলবার দেশ ছেড়েছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রায় ২১ ঘণ্টার ভ্রমণ শেষে অবশেষে হারারেতে পৌঁছেছে টাইগাররা। বুধবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বলেন, ঢাকা থেকে কাতারের রাজধানী দোহা হয়ে, দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গ, এরপর সেখান থেকে জিম্বাবুয়ের রাজধানী হারারেতে পা রেখেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজে রয়েছে- একটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। একমাত্র টেস্ট শুরু হবে আগামী ৭ জুলাই। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু ১৬ জুলাই। আর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২৩ জুলাই।