আজকের দিন তারিখ ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// জি-৭ সম্মেলন : ট্রাম্পের আমন্ত্রণ ফিরিয়ে দিলেন অ্যাঞ্জেলা মার্কেল

জি-৭ সম্মেলন : ট্রাম্পের আমন্ত্রণ ফিরিয়ে দিলেন অ্যাঞ্জেলা মার্কেল


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ৩০, ২০২০ , ৮:০৮ পূর্বাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে ডেস্ক : বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর সংস্থা গ্রপ অব সেভেন (জি-৭) এর আসন্ন সম্মেলনে এবার উপস্থিত থাকবেন না জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর প্রতিবেদনে বলা হয়, জুনের শেষে ওয়াশিংটনে জি-৭ সম্মেলনে অংশগ্রহণের জন্য অ্যাঞ্জেলা মার্কেলকে আমন্ত্রণ জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে অ্যাঞ্জেলা মার্কেল সেই আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছেন। এ বিষয়ে জার্মান সরকারের মুখপাত্র স্টেফেন সেইবের্ট বলেন, চ্যান্সেলর প্রেসিডেন্ট ট্রাম্পকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানিয়েছেন। তবে বৈশ্বিক মহামারির এমন পরিস্থিতিতে সকল কিছু বিবেচনা করে তিনি ওয়াশিংটনে যেতে রাজি হননি। তবে পরিস্থিতি পরিবর্তন হলে সিদ্ধান্ত পুন:বিবেচনা করা হবে বলে জার্মান সরকারের পক্ষ থেকে নেয়া হয়েছে।