আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন জেমসের নতুন অ্যালবাম

জেমসের নতুন অ্যালবাম


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১১, ২০১৬ , ১২:৪২ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


44কাগজ অনলাইন বিনোদন: অবশেষে নতুন অ্যালবামের কাজ শুরু করতে যাচ্ছেন নগরবাউল জেমস। আরও বড় আনন্দের ব্যাপার হলো- একটি নয়, দুটি একক অ্যালবাম তৈরির প্রস্তুতি নিচ্ছেন তিনি।

সাত বছর ধরে জেমসের নতুন অ্যালবামের দিকে চাতক পাখির মতো চেয়ে আছেন তার শ্রোতারা। আসি আসি কিংবা হবে হবে করেও শেষ পর্যন্ত সব গুঞ্জনের মধ্যেই সীমাবদ্ধ ছিলো। কিন্তু এবার সত্যি সত্যি নিজের নতুন একক অ্যালবাম তৈরি করতে যাচ্ছেন আর্ন্তজাতিক পরিমণ্ডলে জনপ্রিয়তা ছড়িয়ে পড়া এই রকতারকা।

এরই মধ্যে চুক্তিবদ্ধও হয়েছেন জেমস। চলতি বছর ও আগামী বছরে অ্যালবাম দুটি বের হবে। রোজার ঈদের পর থেকে রেকর্ডিংয়ের কাজ শুরু হয়ে যাবে। ভক্তদের ‘গুরু’ জেমস এবারও তার স্বতন্ত্র গায়কীতে হৃদয়ছোঁয়া কিছু গান উপহার দেবেন বলে আশা শ্রোতাদের।

জেমসের অ্যালবাম দুটি প্রকাশ হবে রবি-ইয়োন্ডার মিউজিক সেবায়। তাদের সঙ্গেই মূলত চুক্তি সম্পন্ন করেছেন তিনি। নিউইয়র্কভিত্তিক ইয়োন্ডার মিউজিকের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে রবি-ইয়োন্ডার মিউজিক সেবা চালু করেছে মোবাইল ফোন অপারেটর রবি।