জেলে বসে রাম-সীতার বই পড়ছেন আরিয়ান!
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৪, ২০২১ , ৩:২৯ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন
দিনের শেষে ডেস্ক : একাধিকবার জামিনের আবেদন করেও জেলের বাইরে আসতে পারেননি শাহরুখপুত্র আরিয়ান। বাংলো ‘মন্নত’ ছেড়ে আর্থার রোডের জেলে কাটাতে হচ্ছে তাকে। বর্তমানে বাড়িয়ে দেয়া হয়েছে শাহরুখ-পুত্রের বিচারবিভাগীয় হেফাজতে থাকার মেয়াদ। ৩০ অক্টোবর পর্যন্ত বিচারবিভাগীয় অবধি তাকে হেফাজতে থাকার থাকার নির্দেশ দিয়েছে আদালত। আগামী ৩০ অক্টোবর পর্যন্ত জেলেই থাকতে হবে তাকে। ইতিমধ্যেই আরিয়ান জামিনের আবেদন করা হয়েছে বোম্বে হাইকোর্টে। যার শুনানি হওয়ার কথা মঙ্গলবার ২৬ অক্টোবর।
প্রসঙ্গত, জেলের নিয়ম অনুযায়ী কোনো বন্দি বই পড়ে সময় কাটাতে চাইলে জেল লাইব্রেরি থেকে তার জন্য বই পড়ার ব্যবস্থা করা হয়। চাইলে বন্দির আত্মীয়রাও তাঁকে বই পাঠাতে পারেন। তবে সেক্ষেত্রে তা স্রেফ ধর্মীয় বই হতে হবে। আবার কোনো বন্দি যদি জেল থেকে ছাড়া পাওয়ার আগে জেলেই তার কোনো বই ফেলে রেখে যায় তবে সেই বই স্থান পায় জেলের লাইব্রেরিতে।
অন্যদিকে, শনিবার সকালে এনসিবির দপ্তরে হাজির হয়েছিলেন শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানি। এর আগে শাহরুখের বাংলো ‘মন্নত’-এ গিয়ে পূজাকে নোটিস দেন এনসিবি কর্মকর্তারা। হঠাৎ কেন তিনি সেখানে গিয়ে হাজির হয়েছিলেন? সূত্রের খবর, শাহরুখ পুত্র আরিয়ান খান সম্পর্কে বেশ কিছু তথ্য চাওয়া হয়েছিল। অতীত চিকিৎসার নথি, তার শিক্ষাগত যোগ্যতার নথি যাচাই করার জন্যই পূজাকে তলব করেছিল এনসিবি।