আজকের দিন তারিখ ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন জেল থেকে বের হয়েই সালমানের শোতে রিয়া চক্রবর্তী

জেল থেকে বের হয়েই সালমানের শোতে রিয়া চক্রবর্তী


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ১২, ২০২০ , ১২:২১ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : ২৮ দিন কারাবাস শেষে শর্ত সাপেক্ষে জামিন পাওয়া রিয়া চক্রবর্তী ফের নতুন আলোচনায়। খবর রটেছে, সালমান খানের ‘বিগ বস ১৪’র অন্দরমহলে নাকি প্রতিযোগী হয়ে যাচ্ছেন রিয়া। বলিউডপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে এ গুঞ্জন। রিয়ালিটি শোয়ে ওয়াইল্ড কার্ড এন্ট্রি হয়ে যাবেন রিয়া।
প্রযোজক রোহিত চৌধুরির মন্তব্যের জেরেই এই খবর এখন আলোচনায়। রিয়ার প্রসঙ্গে কথা বলতে গিয়ে রোহিত জানান, সুশান্ত কাণ্ডে সদ্য জামিন পাওয়া অভিনেত্রীকে তিনি ‘বিগ বস ১৪’ রিয়েলিটি শোয়ের ঘরে দেখতে চান। সেখানে রিয়া সারা দেশের সামনে নিজের পক্ষ রাখতে পারবেন। নিজের পরিস্থিতি বোঝাতে পারবেন
রোহিতের এই আশা পূরণ হবে কি না সেই উত্তর ভবিষ্যত বলবে। তবে সালমান খানের উপস্থাপনায় এই আয়োজনে রিয়াকে দেখতে যে সবাই আগ্রহী তা বলার অপেক্ষা রাখে না। যদিও এখনও প্রতিদিন স্থানীয় থানায় গিয়ে হাজিরা ও আগামী ছ’মাস প্রথম সোমবার তদন্তকারী সংস্থার অফিসে গিয়ে দেখা করতে হবে রিয়াকে।