জে কে মজলিশ এর নতুন অনুষ্ঠান `সাউন্ড অফ বেঙ্গল’
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ২১, ২০২২ , ৩:০২ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন
দিনের শেষে ডেস্ক : বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের হারিয়ে যাওয়া গান গুলো মানুষের কাছে আবারও পৌঁছে দেয়ার জন্য জে কে মজলিশ আসছেন তার নতুন অনুষ্ঠান `সাউন্ড অফ বেঙ্গল’ নিয়ে। ইতিমধ্যে অনুষ্ঠানটির জন্য সাইন করেছেন মাছরাঙা টেলিভিশনের সাথে। হারিয়ে যাওয়া লোক গান সহ হাজারো বাংলা গান গুলো কে বাঁচিয়ে রাখার দায়িত্ববোধ থেকেই এই নতুন প্রচেষ্টা, এবার অনুষ্ঠানটির পরিকল্পনা এবং গবেষণা আমি নিজে করছি, আর থাকছে কিছু নতুন চমক” বলেন জে কে মজলিশ।
অনুষ্ঠানটির সম্প্রচার এর কথা জিজ্ঞেস করলে তিনি বলেন, খুব শীঘ্রই দেখতে পাবেন মাছরাঙ্গা টিভি চ্যানেল ও মাছরাঙ্গা মিউজিক ইউটিউব এর পর্দায়”। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা করছেন মাছরাঙ্গা টেলিভিশন কর্তৃপক্ষ। প্রযোজোক সাইফুল ইসলাম। উল্লেখ্য, জে কে মজলিশ ২০১৯ এ শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক হিসেবে বাবিসাস অ্যাওয়ার্ড, ২০২০ এ শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক হিসেবে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড এবং আরটিভি মিউজিক অ্যাওয়ার্ড বিজয়ী। আরটিভি’র জনপ্রিয় লোকগানের অনুষ্ঠান ফোক স্টেশন এর চারটি সিজনের সফল সংগীত পরিচালক জে কে মজলিশ।
ঈদুল ফিতরে জেকে মজলিশ এর সংগীতায়োজনে লোপা ও বেলাল খানের সুবহানাল্লাহ, রুমানা ইসলাম এর ছোট্ট এই বুকে এবং আসিফ আকবরের টকবক বকবক গানগুলো ইতিমধ্যে রিলিজ হয়েছে এবং শ্রোতাপ্রিয়তাও পেয়েছে। শেষ করেছেন `যাও পাখি বলো তারে’, `আশীর্বাদ”, “এক সমুদ্র ভালোবাসা” সহ আরো বেশ ক’টি চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনার কাজ। চলচ্চিত্র, অডিও, ইউটিউব এবং টিভি এই মাধ্যম গুলোতে ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক জেকের মজলিশ।