আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ জয়পুরহাটে দুর্বৃত্তদের গুলিতে ইউপি চেয়ারম্যানসহ আহত ২

জয়পুরহাটে দুর্বৃত্তদের গুলিতে ইউপি চেয়ারম্যানসহ আহত ২


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৫, ২০১৬ , ১০:৪৮ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


AK-Azadজয়পুরহাট: জয়পুরহাট সদর উপজেলার ভাদশা ইউনিয়ন পরিষদের (ইউপি) নব-নির্বাচিত চেয়ারম্যান একে আজাদসহ দুই জনকে কুপিয়ে ও গুলি করে মারাত্মক আহত করেছে দুর্বৃত্তরা।

রোববার (৫ জুন) রাত ১১টার দিকে উপজেলার গোপালপুর আদিবাসীপাড়া এলাকায় তাদের ওপর এ হামলা হয়।

ভাদশা ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান (স্বতন্ত্র) একে আজাদ ছাড়াও অপর আহত ব্যক্তি হলেন ইউনিয়নের কোচকুঁড়ি গ্রামের মৃত অজিত কুমার বর্মনের ছেলে নয়ন কুমার বর্মন।

জয়পুরহাট সদর থানার ওসি (তদন্ত) সিরাজুল ইসলাম জানান, চেয়ারম্যান একে আজাদ ভাদশা বাজার থেকে মোটরসাইকেলযোগে কোচকুঁড়ি গ্রামে তার বাড়িতে ফিরছিলেন। পথে গোপালপুর আদিবাসীপাড়া এলাকায় একদল মুখোশধারী দুর্বৃত্ত তাকে ও তার মোটরসাইকেল চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং গুলি করে মারাত্মক আহত করে।

আশঙ্কাজনক অবস্থায় দু’জনকে প্রথমে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল ও বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাদের ঢাকায় নেওয়া হচ্ছে।

এদিকে আহত চেয়ারম্যান একে আজাদের সঙ্গে থাকা জয়পুরহাট সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান তিতাস মোস্তফা রোববার (৫ জুন) সকাল সাড়ে ৭টায় মুঠোফোনে জানান, তার অবস্থা আশঙ্কাজনক। তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।