আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ জয়পুরহাটে নতুন করে করোনায় আক্রান্ত স্বাস্থ্যকর্মীসহ ৪ জন

জয়পুরহাটে নতুন করে করোনায় আক্রান্ত স্বাস্থ্যকর্মীসহ ৪ জন


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ৭, ২০২০ , ৭:৪৬ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্বাস্থ্যকর্মীসহ চারজন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন ডা. সেলিম মিঞা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আক্রান্তদের একজন জয়পুরহাট সদর উপজেলা ও অপরজন আক্কেলপুরের অধিবাসী। আক্রান্তদের চারজনের মধ্যে তিনজনই নারী। করোনা আক্রান্তের খবর শুনে আইসোলেশনে পাঠানোর আগেই জয়পুরহাট সদরের আক্রান্ত এক ব্যক্তি পালিয়ে গেছে। এখনও তাকে খুঁজে পায়নি সংশ্লিষ্ট প্রশাসন। জানা যায়, কয়েক দিন আগে জেলার কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নৈশপ্রহরী করোনায় আক্রান্ত হলে তার পরিবারের সদস্যসহ ওই স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফদের নমুনা পাঠানো হয়। বুধবার রাতে আসা রিপোর্টে স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্টাফ ও ওই নৈশপ্রহরীর মাসহ ঢাকা থেকে আসা দুজনের করোনা শনাক্ত হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় পরীক্ষার জন্য নতুন করে আরও ১৪৩ জনের নমুনা পাঠানো হয়েছে। এ ছাড়া নতুন করে আরও ৪০ জন স্বেচ্ছায় হোম কোয়ারেন্টিনে রয়েছেন। বর্তমানে ১ হাজার ৪৬৩ জন রয়েছেন কোয়ারেন্টিনে এবং নতুন করোনা আক্রান্ত তিনজনসহ মোট ৩৭ জনকে জেলার আক্কেলপুরের গোপীনাথপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) আইসোলেশন সেন্টারে পাঠানো হয়েছে।