আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন জয়ের সঙ্গে ভিডিও কলে শাকিবের কথোপকথন, যা বললেন বুবলী

জয়ের সঙ্গে ভিডিও কলে শাকিবের কথোপকথন, যা বললেন বুবলী


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: মার্চ ৬, ২০২৩ , ১০:৫২ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক : বড় ছেলে জয়ের সঙ্গে ভিডিও কলে শাকিবের কথোপকথন, যা বললেন বুবলী ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান বর্তমানে অবস্থান করছেন মাসকোটে। শনিবার একটি অনুষ্ঠানে যাওয়ার আগে বড় ছেলে আব্রাহাম খান জয় ভিডিও কল দেন এ অভিনেতাকে। আর ছেলের সঙ্গে ভিডিও কলে কথোপকথনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়া ফেসবুক পেজে পোস্ট করেন শাকিব। যা মুহূর্তেই ভাইরাল হয়।  ভিডিওটি সোশ্যালে ছড়িয়ে পড়তেই সেটি নজর কাড়ে চিত্রনায়িকা শবনম বুবলীর। চিত্রনায়িকা অপু বিশ্বাসের ছেলে জয়ের সঙ্গে শাকিবের সেই ভিডিওটি নিজের ফেসবুক ভেরিফায়েড পেজ ও প্রোফাইলে শেয়ার করেছেন নায়কের ছোট ছেলে শেহজাদ খান বীরের মা অভিনেত্রী বুবলী। এ চিত্রনায়িকা বীরের বাবা শাকিবের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘বাবারা তার সব সন্তানদের প্রতিই এভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকুক। কারণ, একজন বাবা তার সন্তানদের অন্যতম বন্ধু, অভিভাবক ও উত্তম পথপ্রদর্শক।’ এর পর বুবলী আরও লেখেন, ‘ভালোবাসা ও শ্রদ্ধা শাকিব খান।’ এদিকে বুবলীর এই পোস্ট স্বাভাবিকভাবেই ইতিবাচক হিসেবে নিয়েছেন নেটিজেনরা। নানা রিঅ্যাকশনে ভরিয়ে দিচ্ছেন তারা। পাশাপাশি মন্তব্যের ঘরে প্রশংসাও করছেন অনেকে।