আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস জয়-তামিম আর রাব্বির ব্যাটে খুলনার দুর্দান্ত জয়

জয়-তামিম আর রাব্বির ব্যাটে খুলনার দুর্দান্ত জয়


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২০, ২০২৩ , ৬:৪০ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৭ উইকেটে হারিয়েছে খুলনা টাইগার্স। মাহমুদুল হাসান জয়ের ৫৯, তামিম ইকবালের ৪৪ রানের পর শেষ দিকে ইয়াসির রাব্বির ১৭ বলের ৩৬ রানে ভর করে ৪ বল বাকি থাকতেই জয় তুলে নেয় খুলনা দল। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দেওয়া ১৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় খুলনা দল।  শেষ ৪ ওভারে ৪৪ রান প্রয়োজন ছিল। হাতে ৭ উইকেট থাকলেও খুলনা টাইগার্সের জন্য কাজটা কঠিনই ছিল। এই অবস্থায় আজম খানকে সঙ্গে নিয়ে ২৬ বলে ৫০ রানের ম্যাচ জেতানো এক জুটি গড়েন ইয়াসির আলি রাব্বি। ১৬ বলে ১৫ করে অপরাজিত থাকেন আজম খান। পাঁচ ম্যাচে এটি খুলনার দ্বিতীয় জয়, অন্যদিকে ৬ ম্যাচে এটি চতুর্থ হার চট্টগ্রামের।