ঝালকাঠিতে ৯ হুজি সদস্যের ৪ বছর কারাদণ্ড
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৫, ২০১৬ , ৩:০৪ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
ঝালকাঠি: সন্ত্রাস দমন আইনে ঝালকাঠিতে গ্রেফতার হওয়া নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ (হুজি) নেতা আব্দুর রউফের সহযোগী মশিউরসহ ৯ সদস্যকে ৪ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
এছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
রোববার (০৫ জুন) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শফিকুল করিম এ আদেশ দেন।
এদিকে, অভিযোগ প্রমাণিত না হওয়ায় অস্ত্র ও বিস্ফোরক আইনের অপর দুই মামলায় সবাইকে খালাস দিয়েছেন আদালত।
মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৪ আগস্ট সন্ধ্যায় ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের কামদেবপুর কওমী মাদ্রাসায় গোপন বৈঠককালে আসামিদের আট করে পুলিশ।
এ সময় সেখান থেকে জিহাদী বই, ডায়েরি, গ্রেনেড, রামদা উদ্ধার করা হয়।
পরে নলছিটি থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান বাদী হয়ে তাদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য এবং সন্ত্রাস দমন আইনে পৃথক দুটি মামলা করেন।