ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয়ের ২০ জন কোয়ারেন্টিনে
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ৫, ২০২০ , ১০:৩৭ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ
ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয়ের ২০ কর্ম কর্তকর্তা-কর্মচারীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। ঝালকাঠি সিভিল সার্জন ডাক্তার শ্যামল কৃষ্ণ হাওলাদার বলেন, “বর্তমানে ২০ জন স্টাফকে একটি মেসে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এছাড়া করোনাভাইরাস সংক্রামণ রোধে সিভিল সার্জন কার্যালয়ে চলাচল সীমিত করা হয়েছে।” এ কার্যালয়ের এক কর্মকর্তা সংক্রমিত হওয়ায় তাকে সদর হাসপাতালের আইসোলেশন ওয়োর্ডে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি। করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করতে গিয়ে ওই কর্মকর্তা আক্রান্ত হয়েছেন বলে প্রাথমিক ধারণা সিভিল সার্জনের। তিনি বলেন, এখন পর্যন্ত ৪৭৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তাদের মধ্যে ৩৮৪ জনের রিপোর্টে পাওয়া গেছে। এদের মধ্যে ডাক্তার, নার্স, ইপিআই সুপারভাইজার ও পুলিশ কর্মকর্তাসহ ১২ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। আরও ৮৮ জনের রিপোর্ট অপেক্ষমান রয়েছে।