আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় ঝিনাইদহে পুরোহিত হত্যাকাণ্ডে মামলা

ঝিনাইদহে পুরোহিত হত্যাকাণ্ডে মামলা


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৮, ২০১৬ , ২:৪৮ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


purohit - Copyঝিনাইদহ: ঝিনাইদহে পুরোহিত আনান্দ গোপাল গাঙ্গুলী ওরফে নন্দ ঠাকুরকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। বুধবার দুপুরে নিহতের বড় ছেলে অরুন গোপাল গাঙ্গুলী বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

এছাড়া এ হত্যাকাণ্ডের ঘটনায় সকালে ভারতীয় হাইকমিশনের রাজনৈতিক সচিব রাজেস উখায় এবং প্রথম সচিব (কাউন্সেলর ও ভিসা) রমাকান্ত গুপ্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আজ সকাল সকাল সাড়ে ১০টার দিকে তারা ঘটনাস্থলে পৌঁছে নিহত আনান্দ গোপাল গাঙ্গুলীর করতিপাড়া গ্রামের বাড়ি, মহিষা ভাগাড় বিলের হত্যাকাণ্ডের স্থান ও নলডাঙ্গার সিদ্বেশ্বরী মন্দির পরিদর্শন করেন।

এসময় তাদের সঙ্গে ছিলেন ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন ও হিন্দু-বোদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ঝিনাইদহ সদর উপজেলার করতিপাড়া গ্রামের আনান্দ গোপাল গাঙ্গুলী ওরফে নন্দ ঠাকুরকে গতকাল মঙ্গলবার সকালে মহিষা ভাগাড় বিলের মধ্যে নিয়ে দুর্বৃত্তরা কুপিয়ে ও গলা কেটে হত্যা করে।