আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ ঝিনাইদহে প্রধানমন্ত্রীর উপহারের ঘর: ভেঙে পড়েছে বারান্দার পিলার

ঝিনাইদহে প্রধানমন্ত্রীর উপহারের ঘর: ভেঙে পড়েছে বারান্দার পিলার


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১৭, ২০২১ , ২:২৮ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘরের বারান্দার পিলার ভেঙে পড়েছে। এ সময় ঘরের ভেতরে থাকা ভূমিহীন আরিফ মণ্ডল ও তার স্ত্রী ফাতেমা খাতুনের মাঝে চরম আতঙ্ক সৃষ্টি হয়। শুক্রবার (১৬ জুলাই) দিনগত রাতে ১১টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার সুরাট ইউনিয়নের লাউদিয়া গ্রামের বড় ভাগাড় নামক এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, আরিফ তার স্ত্রী সন্তান নিয়ে ওই ঘরে ঘুমিয়েছিলেন। রাত ১১টার দিকে ঘরের বারান্দার একটি পিলার ভেঙে মাটিতে পড়ে যায়। এসময় বিকট শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে দেখতে পাই প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের সরকারি এক নম্বর ঘরের বারান্দার পিলার ভেঙে মাটিতে পড়ে গেছে। এক নম্বর ঘরের মালিক আরিফ মণ্ডল জানান, রাতে খাবার খেয়ে স্ত্রী সন্তান নিয়ে ঘুমিয়েছিলাম। ঘুমের মধ্যে হঠাৎ একটা শব্দ শুনতে পেয়ে ঘুম ভেঙে যায়। পরে ঘুম থেকে উঠে দেখি আমার ঘরের বারান্দার একটি পিলার ভেঙে মাটিতে পড়ে যায়।
তারা বানু নামে এক নারী জানান, এখানে সরকারের দেওয়া ২১টি ঘর আছে। এর মধ্যে ঘরের মেঝেসহ প্রায় জায়গায় সিমেন্ট, বালু ঝরে পড়ছে। এছাড়া অনেক স্থানে ফাটলও দেখা যাচ্ছে। এখন ঘরে থাকতে আমরা চরম ভয় পাচ্ছি। কখন জানি নিজেদের গায়ের উপর ভেঙে পড়ে যায়। স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘর নিম্নমানের ইট, বালু সিমেন্ট দিয়ে তৈরি করা হয়েছে। ফলে এভাবেই সিমেন্ট-বালু খসে পড়ে যাচ্ছে।
ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন জানান, এক মাস আগে ১ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ঘর আনুষ্ঠানিকভাবে ভূমিহীনদের মাঝে বুঝিয়ে দেওয়া হয়। বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য রাতের আঁধারে কেউ ষড়যন্ত্র করে এক নম্বর ঘরের পিলারটি ভেঙে দিয়েছে। এ ঘটনার সঙ্গে যারা জড়িত তদন্ত করে তাদের আইনের আওতায় আনা হবে। সেইসঙ্গে ভেঙে যাওয়া পিলারটি মেরামত করে দেওয়া হবে।