আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ ঝিনাইদহে ৬৪০ গ্রাম স্বর্ণালঙ্কারসহ যুবক গ্রেফতার

ঝিনাইদহে ৬৪০ গ্রাম স্বর্ণালঙ্কারসহ যুবক গ্রেফতার


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ২৭, ২০২১ , ১২:৩৫ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


ঝিনাইদ প্রতিনিধি : ঝিনাইদহে পাচারের সময় ৬৪০ গ্রাম ওজনের স্বর্ণালঙ্কারসহ ফয়সাল আহমেদ নামে একজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। ফয়সাল আহমেদ কুমিল্লার চান্দিনা উপজেলার হাশিমপুর গ্রামের সহিদ উল্লাহর ছেলে। ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, চুয়াডাঙ্গা থেকে ঢাকায় স্বর্ণপাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাধুহাটি এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় চুয়াডাঙ্গা থেকে ফরিদপুরগামী একটি বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ফয়সাল নামের এক যুবকের কাছে ৬৪০ গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে ফয়সাল জানান, ঢাকার তাঁতীবাজাবে তার মামা দীন মোহম্মদের স্বর্ণের দোকান আছে। মামা তাকে চুয়াডাঙ্গায় এক ব্যক্তির কাছে পাঠান। ওই ব্যক্তির কাছ থেকে স্বর্ণালঙ্কার নিয়ে ঢাকায় মামার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় মামলা করা হয়েছে।