আজকের দিন তারিখ ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব ঝড়ে বিধ্বস্ত ব্রিটিশ কলাম্বিয়ায় জরুরি অবস্থা ঘোষণা

ঝড়ে বিধ্বস্ত ব্রিটিশ কলাম্বিয়ায় জরুরি অবস্থা ঘোষণা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: নভেম্বর ১৮, ২০২১ , ৪:০৫ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :  ঝড় ও বন্যার কারণে বিধ্বস্ত কানাডার পশ্চিমাঞ্চলের ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ঝড়ে সেখানে সড়ক ও রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্থানীয় সময় গত রোববার রাতভর চলা ওই ঝড়ে কয়েক হাজার মানুষ আটকা পড়ে। তাদের সহায়তা করতে কানাডীয় আর্মড ফোর্সেস মোতায়েন করা হয়েছে।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ওয়াশিংটন ডিসিতে সফরকালে ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, আর্মড ফোর্সেস সেনারা পুনর্বাসনে কাজ করবেন।

এদিকে ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে ভূমিধসে এক নারীর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন দুজন। ব্রিটিশ কলাম্বিয়ার প্রিমিয়ার জন হরগ্যান সংবাদ সম্মেলনে বলেন, স্থানীয় সময় বুধবার দুপুর ১২টা থেকে এই জরুরি অবস্থা জারি করা হয়েছে। হেলিকপ্টারে করে দুর্যোগকবলিত এলাকার মানুষকে ত্রাণ হিসেবে খাবার দেয়া হয়েছে।