আজকের দিন তারিখ ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২৯, ২০২৩ , ১২:২৬ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজ জয়ের লক্ষ্যে নেমে টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আগের ম্যাচের মতো আজও নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন তিনি। এ ম্যাচের আগে চোটের কারণে লিটন দাস ছিটকে যাওয়ায় একাদশে পরিবর্তন নিশ্চিত ছিল। তার জায়গায় আজ সুযোগ পেয়েছেন শামীম হোসেন পাটোয়ারি। নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবার সিরিজ জিততে একাদশে এই একটি পরিবর্তনই এনেছে বাংলাদেশ দল। আগের ম্যাচ হারলেও একাদশের সবার ওপর আস্থা রেখেছে স্বাগতিকরা। সিরিজ বাঁচাতে কিউইরা আজ কোনো পরিবর্তন আনেনি।
দুই দলের একাদশ-
বাংলাদেশ : সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), রনি তালুকদার, শামীম হোসেন পাটোয়ারি, তাওহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন।
নিউজিল্যান্ড : মিচেল স্যান্টনার (অধিনায়ক), টিম সেইফার্ট, ফিন অ্যালেন, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জিমি নিশাম, বেন সিয়ার্স, অ্যাডাম মিলনে, ইশ সোধি ও টিম সাউদি।