আজকের দিন তারিখ ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস টাইগাররা দেশ ছাড়ছে আজ

টাইগাররা দেশ ছাড়ছে আজ


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৩০, ২০২২ , ১১:০১ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক : সংযুক্ত আরব আমিরাত থেকে বুধবার দেশে ফিরেছে বাংলাদেশ টি-টোয়েন্টি দল। সেখানে বিশ্বকাপ প্রস্তুতির পাশাপাশি আমিরাত দলের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও জিতে নেয় টাইগাররা। এই সিরিজে নেতৃত্ব দেন সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ব্যস্ত ছিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে (সিপিএল)। দ্বিতীয় কোয়ালিফায়ারে হার শেষে এবারের মতো অভিযান থামে তার দল গায়ানার। তাই নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের শুরু থেকেই পাওয়া যাবে টাইগার অধিনায়ককে। গতকাল বিষয়টি দৈনিক মানবজমিনকে নিশ্চিত করেন বিসিবি’র ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। ত্রিদেশীয় সিরিজকে চ্যালেঞ্জিং ও কঠিন হবে বলেই মনে করেন তিনি। কেন কঠিন হবে সেই ব্যাখ্যায় জালাল ইউনুস বলেন, ‘আরব আমিরাতে দল লড়াই করেছে। জয়ে ফেরার প্রয়োজন ছিল সেটি তারা করতে পেরেছে।

আজ দল নিউজিল্যান্ড যাচ্ছে। সেখানে পাকিস্তান ও স্বাগতিকদের নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ হবে। আমি মনে করি এই সফরটি আমাদের জন্য বিশ্বকাপের আগে প্রস্তুতি নেয়ার দারুণ সুযোগ। তবে এই সিরিজ হবে দারুণ চ্যালেঞ্জি ও কঠিন। কারণ, ক্রিকেট বিশ্বের দুটি বড় দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ। আশার বিষয় সাকিব দলের সঙ্গে যোগ দিচ্ছে শুরু থেকেই। সিপিএলে তার দল গায়ানা ছিটকে গেছে আসর থেকে। আমার বিশ্বাস সিরিজেও দলের পজেটিভ মনোভাব দেখা যাবে।’ আবর আমিরাত থেকে দেশে ফিরে অধিনায়ক নুরুল হাসান সোহান জানান পারফরম্যান্স দিয়ে বিশ্বকাপ দলে যে কেউ ঢুকতে পারে। তবে আসরের আগে এমন পরিবর্তনের কথা বলতে রাজি নয় জালাল ইউনুস। তিনি বলেন, ‘নির্বাচকরা দল ঘোষণা করেছে। সংযুক্ত আরব আমিরাতে সাকিব ছাড়া বিশ্বকাপ স্কোয়াডের সবাই ছিল। কোচ, অধিনায়ক একাদশ সাজিয়েছে। নিউজিল্যান্ড সফরেও তাই হবে। এর বাইরে কোনো পরিবর্তনের বিষয় তো আলোচনা হয়নি। আমরা তো যোগ্যদের নিয়ে দল দিয়েছি। আর কোনো পরিবর্তন আনতে হলে সেটি তো নির্বাচকরা জানাবেন।’ অন্যদিকে স্কোয়াডে পরিবর্তনের কথা ভাবতেই চান না নির্বাচক হাবিবুল বাশার সুমন। তিনি বলেন, ‘এখন দল যাচ্ছে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে। এরপর বিশ্বকাপের ভাবনা, অনেক সময় আছে হাতে। আর আমি তো মনে করি পরিবর্তন বা বিশ্বকাপ স্কোয়াডে নতুন কেউ আসবে কিনা সেটি আলোচনার বিষয় নেই। আমরা য্‌া আছে তাই নিয়েই ভাবতে চাই।’ তবে নানা সূত্রে জানা গেছে আরব আমিরাতের পর যারা নিউজিল্যান্ডেও ব্যর্থ হবেন তাদের ভাগ্যে আসতে পারে পরিবর্তন। আর ইনজুরি বা অন্য সমস্যার কারণে আইসিসি স্কোয়াডে পরিবর্তনের সুযোগ রেখেছে। আরব আমিরাতে পারফরম্যান্স ও নিউজিল্যান্ডে দলের প্রতি প্রত্যাশা নিয়ে নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, ‘আরব আমিরাতে যে দলটাকে দেখলাম তাদের মধ্যে আমি গতি দেখেছি। দারুণ আত্মবিশ্বাসী এই নতুন দলটি। এখন প্রয়োজন পারফরম্যান্সের ধারাবাহিকতা। নিউজিল্যান্ডে দলের সঙ্গে সাকিব যোগ দিচ্ছে। এটি হবে দলের জন্য আরো বড় শক্তি। একাদশে ভারসাম্য ফিরবে ব্যাটিং-বোলিংয়ে। দলও অধিনায়ককে পেয়ে আরো চাঙ্গা হয়ে উঠবে। তবে এটা আমরা জানি সেখানকার কন্ডিশনে নিউজিল্যান্ড ও পাকিস্তানের সঙ্গে লড়াই সহজ হবে না। কিন্তু আমরা চাই তারা যেন চ্যালেঞ্জটা নেয়।’ আজ রাত ১১ টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ার লাইন্সে টাইগাররা দেশ ছাড়বে। টিম বাংলাদেশের প্রথম গন্তব্য ক্রাইস্টচার্চ। আগামী ৭ই অক্টোবর সেখানেই পাকিস্তানের সঙ্গে সিরিজের প্রথম ম্যাচ সাকিব বাহিনীর। দ্বিতীয় খেলা ৯ই অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে। ফিরতি পর্বে পরপর দু’দিন খেলতে হবে টাইগারদের। প্রথমে ১২ই অক্টোবর স্বাগতিক কিউইদের বিপক্ষে। পরদিন পাকিস্তানের সঙ্গে। পরের ম্যাচ দুটিও ক্রাইস্টচার্চে। ১৩ই অক্টোবর ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। তার দুই দিন পর ১৫ই অক্টোবর বিশ্বকাপে অংশ নিতে অস্ট্রেলিয়ার ব্রিজবেনে পৌঁছাবে টাইগাররা। সেখানে ১৭ ও ১৯শে অক্টোবর আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ। বিশ্বকাপ স্কোয়াড নিয়ে বাশার বলেন, ‘আমরা নতুন একটা দল দেখছি। এর মানে এই নয় যে একেবারে আনকোড়া। অভিজ্ঞ বেশ কয়েকজন নেই। আবার তরুণ কয়েকজন এসেছে দলে। আমি মনে