আজকের দিন তারিখ ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস টাইগ্রেসদের বোলিং তোপে ৪৯ রানে অলআউট জিম্বাবুয়ে

টাইগ্রেসদের বোলিং তোপে ৪৯ রানে অলআউট জিম্বাবুয়ে


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: নভেম্বর ১০, ২০২১ , ৫:২১ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক :  আগামী বছরে ৪ মার্চ টাউরাঙ্গায় পর্দা উঠবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। এই বিশ্বকাপের বাছাইপর্বের আগে জিম্বাবুয়ের নারী দলের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারের আগে সব উইকেট হারিয়ে ৪৮ রান করে আফ্রিকার দেশ জিম্বাবুয়ে। তাই বাংলাদেশকে জিতলে করতে হবে ৪৯ রান।

বুধবার বুলাওয়ের কুইন স্পোর্টস ক্লাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি জিম্বাবুয়ের ব্যাটাররা। জাহানারা, সালামা এবং নাহিদা আখতারের বোলিং তোপে ক্রিজে থিতু হতে পারেনি কোন ব্যাটার। জিম্বাবুয়ের দলের হয়ে প্রেসিয়াস মারাঙ্গের ২৯ বলে ১৭ রান ছাড়া কেউই দুই অংক ছুঁতে পারেনি।

৬ ওভার বল করে ১ মেইডেন দিয়ে ৩টি উইকেট শিকার করেন জাহানারা আলম। ৭ ওভার বল করে ৬ রান দিয়ে সালমা খাতুনের শিকার ৩টি উইকেট। তার মধ্যে ৪টি ওভারই ছিল মেইডেন। আর ৫ ওভার ২ বলে তিন মেইডেনে ২ রান খরচে ৩টি উইকেট তুলেছেন নাহিদা আখতার।