আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ৭, ২০২১ , ১১:২০ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক :  কোপা আমেরিকায় দ্বিতীয় দল হিসাবে ফাইনালে উঠল মেসির আর্জেন্টিনা। বুধবার বাংলাদেশ সময় সকাল ৭টায় কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। ফাইনালে উঠার লড়াইয়ে ম্যাচের শুরুতেই সাফল্য পেয়ে যায় আর্জেন্টিনা।

লাউতারো মার্টিনেজর গোলে শুরুতেই লিড পায় লিওনের মেসির দল। তবে এরপর সমতায় ফিরতে একাধিক চেষ্টা করেও ব্যর্থ থাকে কলম্বিয়া। যার ফলে লিড নিয়ে বিরতিতে যায় আলবিসেলেস্তেরা।

দ্বিতীয়ার্ধে মলিনাকে বসিয়ে মন্তিয়েলকে মাঠে নামায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কলম্বিয়া। ম্যাচে ৫৫ মিনিটে নিজেদের কাছে বল দখলে রেখে একাধিকবার আক্রমণে যায় দলটি। যার মধ্যে সফলও হয়েছে। ম্যাচের ৬১ মিনিটে কারদোনার পাস থেকে ডায়াজের গোলে ১-১ গোলে সমতায় ফিরে কলম্বিয়া।

এরপর দুই দলই আরো কিছু আক্রমণ করে কিন্তু ১-১ ব্যবধানে ৯০ মিনিটের খেলা শেষ হয়। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে কলম্বিয়াকে ৩-২ ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে মেসের আর্জেন্টিনা।