আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ টাকায় মিলছে বায়োমেট্রিক সিম

টাকায় মিলছে বায়োমেট্রিক সিম


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৯, ২০১৬ , ২:১৮ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


pic-ssssssকাগজ অনলাইন প্রতিবেদক: মাগুরায় টাকা দিলেই মিলছে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত সিম।

সেখানে মুঠোফোনের সিম বিক্রির আটটি দোকানে ঘুরে এ তথ্য পাওয়া যায়। দোকানিরা ২০০ থেকে ৩০০ টাকার বিনিময়ে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করা সিম বিক্রি করছেন।

মাত্র কয়েক মিনিটের ব্যবধানে দুজনকে ক্রেতাকে ঐ দোকান থেকে সিম কিনতে দেখা যায়। এ ছাড়া পাশে মুঠোফোন সেবাদানকারী একটি অপারেটরের অনুমোদিত দোকানেও নিবন্ধিত সিম বিক্রি করতে দেখা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে শহরের এম আর রোডের একজন সিম বিক্রেতা বলেন, বায়োমেট্রিক করা কয়েক শ সিম তাঁদের সংগ্রহে আছে। যাঁরা বায়োমেট্রিক করেননি কিংবা বায়োমেট্রিকের ঝামেলা এড়াতে চান, তাঁরা এসে এসব সিম কিনে নিয়ে যাচ্ছেন।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নির্দেশে বায়োমেট্রিক পদ্ধতিতে পুনর্নিবন্ধিত না হওয়া সিম ১ জুন থেকে বন্ধ করে দেয়া হয়েছে।