আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন টাকা-ভিডিও কলসহ জেলখানায় যেসব সুবিধা পাচ্ছেন আরিয়ান

টাকা-ভিডিও কলসহ জেলখানায় যেসব সুবিধা পাচ্ছেন আরিয়ান


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৬, ২০২১ , ২:১৩ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :   যশ চোপড়ার ‘বীর জারা’ ছবিতে শাহরুখ খান ছিলেন কয়েদি। নম্বর ছিল ৭৮৬। তাকে নম্বর দিয়েই আদালতে পরিচয় করিয়ে দেওয়া হতো। ঠিক একই ভাগ্য বরণ করতে হলো ছেলে আরিয়ান খানকেও। সম্প্রতি হওয়া মাদক মামলায় অভিযুক্ত শাহরুখপুত্র আরিয়ান খান হলেন ৯৫৬ নম্বর কয়েদি। থাকতে হচ্ছে মুম্বাইয়ের আর্থার রোডের এক কারাগারে। বাস্তবে ছেলের জীবনে এমনটা ঘটবে তা হয়তো কখনও ভাবেননি শাহরুখ বা তার ভক্তরা। অন্যদিকে সুপারস্টারের ছেলে হলেও বাড়তি কোনও সুবিধা পাবেন না বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। তাই অন্য কয়েদির মতোই সপ্তাহে দুদিন ভিডিও বা কল করতে পারবেন তিনি। পরিবার থেকে নিতে পারবেন রুপিও। তবে তা নির্দিষ্ট পরিমাণে। তাই আয়ের দিক থেকে ভারতের শীর্ষ তারকা হলেও শাহরুখ তার ছেলের জন্য দিতে পারবেন মাত্র ৪ হাজার ৫০০ রুপি!

যেখানে শাহরুখের এক বছরে আয় হয় ৩০০ কোটি রুপির বেশি।  ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আরিয়ানকে তার পরিবারের সঙ্গে কথা বলতে একটি সংক্ষিপ্ত ভিডিও কলের অনুমতি দেওয়া হয়েছিল। হাইকোর্টের আদেশের সঙ্গে মিল রেখে এই অনুমতি দেওয়া হয়। তবে, আরিয়ানকে কখন মানি অর্ডার পাঠানো হয়েছিল এবং কখন ভিডিও কলটি করা হয়েছিল, তা স্পষ্ট নয়।  জেলের সুপার নিতিন ওয়েচাল জানিয়েছেন, আরিয়ানকে জেলের খাবার দেওয়া হচ্ছে। আদালত আদেশ না দেওয়া পর্যন্ত তাকে বাড়ি বা বাইরের কোনও খাবার পরিবেশন করা হবে না।

জেলের খানা-খাদ্যের বাইরে আরিয়ান জেল ক্যান্টিন থেকে পাঠানো টাকায় খাবার কিনতে পারবেন।  টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, আর্থার রোড জেলের ক্যান্টিনে পাউরুটি, নোনতা ভাজা, ভেল পুরি, বড়া পাও, শিঙারা, চিকেন থালি, এগ থালি, মিনারেল ওয়াটার ও ফ্রুট জুস পাওয়া যায়। এগুলোই এখন শাহরুখপুত্রের ভরসা।

উল্লেখ্য, গত পরশু (১৪ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাই ড্রাগস-অন-ক্রুজ মামলায় চতুর্থবারের মতো জামিন নাকচ করে কারাগারে ফেরত পাঠানো হয়। আগামী ২০ অক্টোবর পর্যন্ত আরিয়ানকে সেখানেই থাকতে হবে। ইতোমধ্যে ১৩ দিন কারাগারে কাটিয়েছেন এই তারকাপুত্র।

উল্লেখ্য, ২ অক্টোবর মুম্বাইয়ে গোয়াগামী প্রমোদতরি থেকে আটক হন শাহরুখপুত্র আরিয়ান খান।

জানা যায়, শাহরুখের ছেলেকে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস (এনডিপিএস)-আইনের আওতায় গ্রেফতার করা হয়েছে। পরোয়ানায় লেখা রয়েছে, ৩০ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ বড়ি ও নগদ ১,৩৩,০০০ টাকা উদ্ধার হয়েছে মুম্বাই থেকে গোয়াগামী প্রমোদতরির টার্মিনালে। এনসিবি সূত্রে খবর, শাহরুখপুত্রের সরঞ্জাম থেকেও মাদক উদ্ধার হয়েছে। তার লেন্স রাখার বাক্সে নেশাদ্রব্য পাওয়া গেছে। সেই পার্টিতে জামাকাপড়ের সেলাই, মেয়েদের ব্যাগের হাতলের মধ্যেও লুকিয়ে রাখা হয়েছিল মাদক। আটকের আগে আরিয়ান চরস খেয়েছিলেন।

সূত্র: এনডিটিভি