আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ টাঙ্গাইলে করোনা কেড়ে নিল ২ জনের প্রাণ, নতুন আক্রান্ত ১২১

টাঙ্গাইলে করোনা কেড়ে নিল ২ জনের প্রাণ, নতুন আক্রান্ত ১২১


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ২২, ২০২১ , ১২:০৮ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে করোনায় আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত নতুন করে আক্রান্ত হয়েছেন ১২১ জন। এদিকে সকাল ৬টা থেকে টাঙ্গাইল পৌর এলাকা ও কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌর এলাকায় শুরু হয়েছে এক সপ্তাহের লকডাউন। সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন খান বলেন, করোনাভাইরাস নিয়ন্ত্রণ করতে স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব ও মাস্ক ব্যবহার করার জন্য জনগণকে উদ্বুদ্ধ করা হচ্ছে।
জেলা সিভিল সার্জন অফিস থেকে জানা যায়, ৩৩টি নমুনা পরীক্ষা করে ১২১ নতুন রোগী শনাক্ত হয়। জেলায় শনাক্তের হার ৩৬ দশমিক ১১ শতাংশ। মোট করোনা রোগী ছয় হাজার ৩৯৫ জন এবং মৃত্যুবরণ করেছেন ১০১ জন।