আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ টাঙ্গাইলে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত

টাঙ্গাইলে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৬, ২০১৬ , ১০:৫০ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


Tangail-Road-Accidentটাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শাহিনুর রহমান বিপ্লব (৩০) নামে এক ট্রাকের চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তিনজন।

বঙ্গবন্ধু সেতুর ঢাকা-টাঙ্গাইলের মহাসড়কের কালিহাতী উপজেলার জোকারচর এলাকায় রবিবার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিপ্লবের বাড়ি রংপুর জেলার সূত্রাপুর এলাকায়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান জানান, ভোর সাড়ে ৪টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার জোকারচর এলাকায় দুটি ট্র্রাকের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের এক ড্রাইভার মারা যান। এ ঘটনার পর আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।