আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব টানা ২২ দিন নিউজিল্যান্ডে নতুন কোনো আক্রান্ত নেই

টানা ২২ দিন নিউজিল্যান্ডে নতুন কোনো আক্রান্ত নেই


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১৪, ২০২০ , ৫:০৩ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : নিউজিল্যান্ডে টানা ২২ দিন ধরে নতুন করে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়নি। শনিবার (১৩ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, গত ২৪ ঘণ্টার মধ্যে নতুন কেউ সংক্রমিত হয়নি। নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রকের সর্বশেষ পরিসংখ্যান মতে, এ নিয়ে টানা ২২ দিন নতুন কোনো মামলা রেকর্ড হয়নি। এর আগে সোমবার (৮ জুন) অকল্যান্ডের করোনা আক্রান্ত এক মহিলা সুস্থ হয়ে বাড়ি ফেরেন। তিনিই ছিলেন দেশটির সর্বশেষ করোনা আক্রান্ত রোগী। এই মুহূর্তে হাসপাতালে নতুন কোনো রোগী নেই। এর আগে ৭ জুন সীমান্ত নিয়ন্ত্রণ ব্যতীত নিউজিল্যান্ডের অভ্যন্তরীণ সকল নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। করোনাভাইরাসের বিস্তার রোধে গত ২৫ মার্চ থেকে চার সপ্তাহের জন্য লকডাউন করা হয় নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডে এখন পর্যন্ত ১ হাজার ৫০৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ২২ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৪৮২ জন। নিউজল্যান্ডে ২ লাখ ৯৪ হাজার ৮৪৮ জন মানুষকে করোনা টেস্ট করা হয়েছে। দেশটিতে ১ মিলিয়ন মানুষের বিপরীতে ৫৮ হাজার ৯৪৫ জনের উপর টেস্ট করা হয়।