টার্গেট কিলিং বন্ধে যৌথ অভিযান
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৮, ২০১৬ , ১০:০৪ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
কাগজ অনলাইন প্রতিবেদক: টার্গেট কিলিং বন্ধে প্রয়োজনে যৌথবাহিনীর অভিযান চালানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বুধবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে কোস্টগার্ড সদর দপ্তরে এক ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের সামনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘জঙ্গি তৎপরতা রুখে দিতে ইতোমধ্যে কম্বিং অভিযান চালানো হচ্ছে। তবে তা ঢাকঢোল পিটিয়ে নয়।’
এসপি বাবুল আক্তারের স্ত্রীকে হত্যার ঘটনাটি টার্গেট কিলিং উল্লেখ করে তিনি বলেন, ‘বাবুল আক্তার একজন সৎ পুলিশ অফিসার। তার স্ত্রীকে হত্যার সঙ্গে জড়িতদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।’
এ হত্যাকাণ্ডের পর পুলিশের মনোবল ভেঙে গেছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পুলিশের মনোবল ভেঙে যাওয়া নয় বরং একটাকে তার চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে।’
তিনি আরো বলেন, ‘জঙ্গিরা যেখান থেকে টার্গেটগুলো সেট করে। আমাদের গোয়েন্দারা এখন ঠিক সে জায়গাটিতেই কাজ করছে যেন, আগে থেকেই তাদের পরিকল্পনার কথা জানতে পারা যায়।’
এসময় আরো উপস্থিত ছিলেন- নৌ-বাহিনীর প্রধান অ্যাডমিরাল নিজাম উদ্দিন আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মুজাম্মেল হক খান।