আজকের দিন তারিখ ৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২২শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন টার্গেট বিবাহিত পুরুষ

টার্গেট বিবাহিত পুরুষ


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১৮, ২০২১ , ১১:৩৯ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  কড়া বার্তা দিলেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। তবে সেই বার্তা তিনি দিয়েছেন নতুন সিনেমা ‘রুহি’র ট্রেলারে। বলছেন, পুরুষেরা সাবধান! আসছে ‘রুহি’। আর এ চরিত্রে অভিনয় করেছেন জাহ্নবী। গতকাল মঙ্গলবার প্রকাশিত ট্রেলারের শুরুতেই দেখা গেল সেই পুরনো প্রবাদ, ভূত-পেত্নীরা নাকি উল্টো পায়ে হাঁটে! ‘রুহি’ জাহ্নবীকেও দেখা গেল সেভাবে। যার টার্গেট বিবাহিত পুরুষেরা। বিয়ের রাতে স্ত্রীকে মেরে পুরুষদের কব্জা করে রুহি। আর এমন পেত্নীরই নাকি প্রেমে পড়েন দুই বন্ধু রাজকুমার রাও ও বরুণ শর্মা। রুহির শরীর থেকে ভূত তাড়ানোর একমাত্র উপায় তার বিয়ে দেওয়া। কিন্তু কে করবে এই মেয়েকে বিয়ে? সেই প্রশ্নের উত্তর মিলবে ১১ মার্চ। কারণ সেদিনই মুক্তি পাচ্ছে ‘রুহি’।

জাহ্নবী কাপুর।

গা ছমছমে ভৌতিক আমেজের পাশাপাশি এই ছবি যে হাসির রসদ জোগাবে, তা আগেভাগেই জানিয়ে দিয়েছেন পরিচালক হার্দিক মেহেতা। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত শ্রদ্ধা কাপুর ও রাজকুমার অভিনীত হরর সিনেমা ‘স্ত্রী’র অনুসরণেই আরও একটি হরর কমেডি প্রযোজনা করলেন দীনেশ বিজন।

‘রুহি’র শুটিং শুরু হয়েছিল ২০১৯ সালের জুন মাসে। সেই সময় ছবির নাম ছিল ‘রুহি আফজানা’। পরে সেই নাম পালটে ফেলা হয়।