আজকের দিন তারিখ ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// ঘরমুখী মানুষের ভিড়, অপেক্ষার পরও মিলছে না বাস

ঘরমুখী মানুষের ভিড়, অপেক্ষার পরও মিলছে না বাস


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১৭, ২০২১ , ১২:১৯ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে ডেস্ক :  রাজধানীর সব বাস টার্মিনালে এখন ঘরমুখো মানুষের ভিড়। কিন্তু সময় মত মানুষ গন্তব্যে রওয়ানা দিতে পারছে না। তিন থেকে চার ঘণ্টা দেরিতে ছেড়ে যাচ্ছে বাস। রাজধানীর গাবতলী বাস টার্মিনালে আজ শনিবার (১৭ জুলাই) সকাল থেকেই লোকজনের চাপ কয়েকগুণ বেড়েছে। বাসের জন্য লোকজনকে ঘণ্টার পর ঘণ্টা টার্মিনালে অপেক্ষার প্রহর গুনতে দেখা গেছে।বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের এই প্রচন্ড চাপ এক সময় ভিড়ে পরিণত হয়। সকাল আটটায় সালেহা খাতুনের যশোরের উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার সময় নির্ধারিত ছিল। কিন্তু দশটায় তিনি বাসের জন্য অপেক্ষা করছিলেন। কেউই বলতে পারছিল না বাস কখন আসবে। বাস আসলেই তিনি রওয়ানা হতে পারবেন।

বরিশালে যাওয়ার জন্য মালেক হাওলাদার তার পরিবার-পরিজন নিয়ে গাবতলী বাস টার্মিনালে দাঁড়িয়ে আছেন সকাল সাতটা থেকে। কিন্তু তিনিও সকাল দশটা পর্যন্ত বাসে উঠতে পারেননি। উত্তরবঙ্গগামী বিভিন্ন পরিবহনের কাউন্টারের সামনেও ঘরমুখো লোকজনকে অপেক্ষা করতে দেখা গেছে। খালেক পরিবহনের কোভিদ সাইদুল জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যানজট, সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত মহাসড়কে যানবাহন চলছে ধীরগতিতে। এ কারণে ভোর চারটায় যে বাস ঢাকায় পৌঁছানোর কথা ছিল, সকাল দশটা পর্যন্ত সেই বাস ঢাকায় পৌঁছাতে পারেনি। বাস এসে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই আমরা যাত্রীদের তুলে বাস ছেড়ে দিচ্ছি।

ঈগল পরিবহনের কর্মী সোহেল জানান, যে বাস দৌলতদিয়া ফেরিঘাটে আছে সেগুলো সকাল পর্যন্ত ঢাকায় পৌঁছাতে পারেনি। ফেরিতে সমস্যা এবং যানজটের কারণে সব রুটের বাস সিডিউল অনুযায়ী চলাচলে ৪ থেকে ৫ ঘণ্টা পিছিয়ে পড়েছে। মহাসড়কের বিভিন্ন স্থানে যানজট ও যানবাহনের ধীর গতির কারণে বাসগুলো সময়মতো এসে ঢাকায় পৌঁছতে পারছে না। এ কারণে বাস টার্মিনালে ও কাউন্টারে যাত্রীদের অপেক্ষা করতে হচ্ছে। আগামী কয়েকদিনে এই যানজট আরো দীর্ঘ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তখন যাত্রীদের আরো বেশি সময় রাস্তায় বা বাস টার্মিনাল অপেক্ষা করতে হবে। রাজধানীর কল্যাণপুর এলাকার দূরপাল্লার বাস কাউন্টারগুলোর সামনেও ঘরমুখো মানুষের ভিড়। সবারই একই সমস্যা, বাস আসছে না তাই বাসের জন্য অপেক্ষা। এদিকে ঢাকা-মাওয়া, ঢাকা-আরিচা, ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-গাজীপুর মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শিমুলিয়া এবং পাটুরিয়া ফেরিঘাটে আজ সকাল থেকে মানুষ এবং যানবাহনের চাপ আরো বেড়েছে। উভয় ফেরিঘাটে শত শত যানবাহনের লাইন পড়েছে।