আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন টিকার চেয়ে প্রেমে বিরহের যন্ত্রণা বেশি, বললেন স্বস্তিকা

টিকার চেয়ে প্রেমে বিরহের যন্ত্রণা বেশি, বললেন স্বস্তিকা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ১৭, ২০২১ , ১২:২০ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন লেখা পোস্ট করে মানুষের সেবায় মগ্ন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। কখনো রাজ্যের মধ্যে সাহায্য চাইছেন, কখনো বা রাজ্যের বাইরে। চার দেয়ালে বন্দি থেকেও মনের জানালাগুলি খুলে রেখেছেন এ টলিউড অভিনেত্রী। সম্প্রতি নেটাগরিকদের করোনা প্রতিষেধক নেওয়ার বার্তা দিয়েছেন ইনস্টাগ্রামে।

‘করোনা টিকার চাইতে প্রেমে বিরহের যন্ত্রণা অনেক বেশি’, বিরহ এবং টিকা নেওয়ার যন্ত্রণার তুলনামূলক বিচার করে মানুষকে টিকা নেওয়ার আবেদন জানালেন তিনি। মনে করিয়ে দিলেন, প্রেমে আঘাত পেতে অভ্যস্ত সবাই। তাই টিকার যন্ত্রণার কথা ভেবে দেরি করা উচিত নয়। তার সঙ্গে পর পর কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। এক দিকে বিরহে কাঁদছে কয়েকটি ছবির চরিত্র। তার সঙ্গে অন্য ছবিতে দেখা যাচ্ছে, হাতে টিকা দিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা।

কিন্তু তার পরামর্শ যেন নেটাগরিকদের জন্য ‘কাটা ঘায়ে নুনের ছিটে’। তারা উল্টো অভিনেত্রীকে মনে করিয়ে দিলেন, ‘টিকা পেলে তো নেব’। এক নেটাগরিক জানালেন, তার মায়ের জন্য টিকার দ্বিতীয় ডোজের ব্যবস্থা করতে পারছেন না। বাবাকে প্রথম ডোজও দিতে পারেননি। নিজেদের কথা তো ভাবতেই পারছেন না। কেউ বললেন ‘টিকা দিন, তবে তো নেব’।