আজকের দিন তারিখ ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব টিকা নিতে মোদিকে ফোন ট্রুডোর

টিকা নিতে মোদিকে ফোন ট্রুডোর


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১১, ২০২১ , ২:৩৫ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : করোনাভাইরাসের টিকার জন্য ভারতের সহায়তা চেয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইটে এ তথ্য জানিয়েছেন। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, কানাডার প্রধানমন্ত্রীর ফোন পাওয়ার কথা বুধবার রাতেই টুইট করে জানান মোদি। তিনি লেখেন– আমার বন্ধু জাস্টিন ট্রুডোর ফোন পেয়ে খুব খুশি। কানাডায় কোভিড-১৯ টিকা সরবরাহের ব্যাপারে তাকে আশ্বস্ত করেছি। জলবায়ু পরিবর্তন, বিশ্বের অর্থনীতি পুনরুদ্ধারের মতো গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সহযোগিতা বজায় রাখতে আমরা সম্মত হয়েছি।
ভারতের কৃষক আন্দোলন নিয়ে ট্রুডোর একটি মন্তব্যের পর ভারত-কানাডা সম্পর্কে গত কয়েক সপ্তাহে কিছুটা টানাপোড়েন চলছিল। এ ফোনালাপের পর দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে ছড়ানো জল্পনা কিছুটা অবসান হয়েছে বলে মনে করছেন ভারতীয় কূটনীতিবিদরা। ফোনালাপে করোনা মোকাবিলায় বিশ্বের বিভিন্ন দেশকে টিকা সরবরাহের বিষয়টি নিয়ে ভারতের প্রশংসা করেছেন ট্রুডো। এদিকে আলাদা বিবৃতিতে কানাডা সরকার জানিয়েছে, করোনা ছাড়াও ইন্দো-প্যাসিফিক অঞ্চলে আইনের শাসন এবং ভারতের সাম্প্রতিক বিক্ষোভ নিয়েও কথা হয়েছে। এ বিক্ষোভ শান্তিপূর্ণভাবে কীভাবে সমাধান করা যায় এ বিষয়ে মোদির সঙ্গে কথা বলেছেন ট্রুডো।