আজকের দিন তারিখ ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন টিকা নিলেন ববিতা

টিকা নিলেন ববিতা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ৪, ২০২১ , ১০:৫৭ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :   করোনা টিকা নিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী ববিতা। বুধবার সকাল ৯ টায় রাজধানী মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালে টিকার প্রথম ডোজ নেন তিনি। টিকা নিয়ে ববিতা বলেন, ‘করোনা টিকার প্রথম ডোজ নিয়েছি। এখন পর্যন্তু সুস্থ ও স্বাভাবিক আছি। দোয়া চাই সবার কাছে।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, টিকা নেয়া আমাদের নাগরিক দায়িত্ব। করোনার মধ্যে নিজে সুরক্ষিত থাকতে পারবো, অন্যকেও সুরক্ষিত রাখতে পারবো। দেশের নাগরিকদের জন্য বিনা মূল্যে টিকা নিশ্চিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।’ এর আগে করোনার টিকা নিয়েছেন সুবর্ণা মুস্তাফা, জেমস, আনোয়ারা, আসিফ আকবর, তাহসানসহ শোবিজের নানা অঙ্গনের তারকারা।