টিকিটের জন্য সৌদি প্রবাসীদের উপচে পড়া ভিড়
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৮, ২০২১ , ১১:২৮ পূর্বাহ্ণ | বিভাগ: প্রবাসে বাংলা
দিনের শেষে প্রতিবেদক : সৌদি আরবে ফেরার টিকিটের জন্য রোববার ভোর থেকে রাজধানীর সোনারগাঁও হোটেলের সামনে ভিড় করেন প্রবাসীরা। সর্বশেষ তথ্যমতে, অপেক্ষারত সৌদি প্রবাসী যাত্রীদের টিকিট দেয়া শুরু করেছে সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ। ১৪ এপ্রিল না যাওয়া যাত্রীদের আজ টিকিট দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে বাকি যাত্রীদের টিকিট দেয়া হবে।
রোববার সকাল ১০টা থেকে টিকিট দেয়া কার্যক্রম শুরু হয়। যারা টিকেট পেয়েছেন তাদের অধিকাংশই সোমবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের ফ্লাইটের যাত্রী হবেন বলে জানা গেছে।
এ বিষয়ে সৌদি এয়ারলাইন্সের প্রধান শাখার ম্যানেজার জাহিদুল আমিন বলেন, ‘সকাল থেকেই টিকিট দেয়া শুরু করেছি। আজ ১৪ এপ্রিলের টিকিট দেয়া হচ্ছে। যেসব যাত্রী আজ টিকিট পাচ্ছেন তারা ১৯ এপ্রিল যেতে পারবেন।’