আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// টিসিবির পণ্য বিক্রিতে অনিয়ম সহ্য করা হবে না

টিসিবির পণ্য বিক্রিতে অনিয়ম সহ্য করা হবে না


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৩, ২০২০ , ৬:৩৬ পূর্বাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে প্রতিবেদক : টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমে কোনো অনিয়ম সহ্য করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. হাসান জাহাঙ্গীর। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে রাজধানীর কারওয়ানবাজারে টিসিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। টিসিবি চেয়ারম্যান জানান, নড়াইলের চিত্রা নদীতে টিসিবির তেলের বোতল ভাসার ঘটনাসহ কালোবাজারির সাথে জড়িত ডিলারদের লাইসেন্স বাতিল করে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। এসময় লোকবল সংকটের কারণে ডিলারদের পণ্য বিক্রি কার্যক্রম মনিটরিংয়ে ঘাটতি রয়েছে বলে স্বীকার করেন টিসিবি চেয়ারম্যান। এজন্য স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে মনিটরিং কার্যক্রমে সম্পৃক্ত করা হচ্ছে। এতে ডিলারদের পণ্য বিক্রি কার্যক্রমে স্বচ্ছতা আসছে বলে দাবি করেন তিনি। পেয়াজ সংকট থেকে শুরু করে এপর্যন্ত ১৪০০ কোটি টাকার পণ্য কিনেছে টিসিবি। রমজানে টিসিবি পণ্যের কোনো ঘাটতি হবে না বলে জানান ব্রিগেডিয়ার জেনারেল মো. হাসান জাহাঙ্গীর এবং রোজার পরও টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম অব্যাহত রাখার কথাও বলেন তিনি।