আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকেও ফেভারিট মানছেন গিবস

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকেও ফেভারিট মানছেন গিবস


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ১৪, ২০২১ , ১২:০০ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : টি-টোয়েন্টি ফরম্যাটে অস্ট্রেলিয়াকে ঘরের মাটিতে ৪-১ ব্যবধানে হারিয়েছে বিশ্ব ক্রিকেটের আলোচনার কেন্দ্রে এখন টাইগাররা। বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটসম্যান হার্শেল গিবস তাই বাংলাদেশকেও বিশ্বকাপের অন্যতম ফেভারিট ভাবছেন। তিনি মনে করেন, ইংল্যান্ড, পাকিস্তান ও ভারতের পাশাপাশি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ও শ্রীলঙ্কাও ফেভারিট। ক্রিকেট পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘কোন দল ফেভারিট’ প্রশ্নের উত্তরে গিবস বলেন, ‘আমি ফেবারিট হিসেবে বলব ইংল্যান্ড, পাকিস্তান ও ভারতের কথা। আসলে আপনি নিশ্চিতভাবে কিছু বলতে পারেন না। তবে সেখানকার (বিশ্বকাপ ভেন্যু) কন্ডিশন কেমন হবে, তার ওপরেও বিষয়টা নির্ভর করে। শ্রীলঙ্কাও যেকোনো কিছু করে ফেলতে পারে। এমনকি বাংলাদেশও তা করতে পারে। উইকেট টার্নিং হলে উইন্ডিজ খুব ভয়ানক হয়ে উঠবে বলে মনে হয় না। ‘
নিজের ফেভারিট তিন দল নিয়ে ৪৭ বছর বয়সী এ সাবেক প্রোটিয়া ক্রিকেটার বলেন, ‘পাকিস্তানের আনপ্রেডিক্টেবিলিটি সবসময়ই একটা বড় প্রভাবক। ইংল্যান্ড আর ভারত শক্তিশালী দল। তাই উইকেটের ওপর অনেক কিছু নির্ভর করে। এসব দলে বিরাট কোহলি, বাবর আজম, জস বাটলারের মতো ভালো ব্যাটসম্যান আছে। ওয়েস্ট ইন্ডিজেও কয়েকজন আছে। তবে কোহলি, বাবর, স্টিভ স্মিথরা সব ধরনের উইকেটেই ভালো খেলতে পারে। তাদের স্কিল অনেক বেশি। এজন্যই তারা আলাদা।’