টি-২০ ক্রিকেটে রেকর্ড গড়লেন নেদারল্যান্ডসের পেসার ফ্রেডেরিক
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ২৮, ২০২১ , ১২:১০ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস
দিনের শেষে ডেস্ক : আইসিসি নারী টি-২০ বিশ্বকাপের ইউরোপ অঞ্চলের বাছাই পর্ব চলছে স্পেনে। টুর্নামেন্টে বল হাতে বিশ্বরেকর্ড গড়েছেন নেদারল্যান্ডসের পেসার ফ্রেডেরিক ওভারডাইক। চার ওভারে তিন রান দিয়ে সাত উইকেট নিয়েছেন এ ডানহাতি পেসার, সঙ্গে ছিল দুটি মেডেনও। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটের ইতিহাসে এটিই এখন সেরা বোলিংয়ের রেকর্ড। শুধু নারী ক্রিকেট নয়, পুরুষদের ক্রিকেটেও এমন ক্ষুরধার বোলিংয়ের রেকর্ড নেই। পুরুষ-নারী ক্রিকেট মিলে প্রথম বার বোলার হিসেবে এক ম্যাচে সাত উইকেট পেলেন ওভারডাইক। ২০ বছর বয়সী এ পেসার ছয় জনকে বোল্ড করেছেন, আর একজন এলবিডব্লিউ হন। এর আগে পুরুষদের ক্রিকেটে ভারতের দীপক চাহার ও নারীদের ক্রিকেটে নেপালের অঞ্জলি চাঁদের ছয় উইকেট করে নেওয়াই ছিল টি-২০তে সেরা বোলিংয়ের রেকর্ড। তবে পুরুষদের স্বীকৃত টি-২০তে সাত উইকেটের নজির রয়েছে। ২০১৯ সালে বার্মিংহ্যাম বিয়ার্সের বিপক্ষে ল্যাঙ্কাশায়ারের অফস্পিনার কলিন অ্যাকারম্যান ১৮ রানে সাত উইকেট নিয়েছিলেন। গত বৃহস্পতিবার ফ্রান্সের বিপক্ষে ওভারডাইকের আগুন ঝরা বোলিংয়েই ৯ উইকেটের বড় জয় পেয়েছিল ডাচরা। আগে ব্যাট করা ফ্রান্স ১৭ দশমিক ৩ ওভারে মাত্র ৩৩ রানে অলআউট হয়ে যায়। তৃতীয় বোলার হিসেবে বোলিংয়ে এসে ওভারডাইক ধস নামান ফ্রান্সের ব্যাটিং লাইনে। পরে ৩ দশমিক ৩ ওভারে এক উইকেটে ৩৪ রান তুলে ম্যাচ জিতে নেয় নেদারল্যান্ডসের মেয়েরা।