আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় টেকনাফে দেওয়ালচাপায় একই পরিবারের ৪ জনের মৃত্যু

টেকনাফে দেওয়ালচাপায় একই পরিবারের ৪ জনের মৃত্যু


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: নভেম্বর ১৭, ২০২৩ , ২:৩৫ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে নির্মাণাধীন বাড়ির মাটির দেওয়ালচাপায় একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজারের মরিচ্যাঘোনায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ওই এলাকার ফকির আহমদের স্ত্রী আনোয়ারা বেগম (৫০), তার ছেলে সাইদুল মোস্তফা (২০) ও মেয়ে নিলুফার বেগম (১৮) ও সাদিয়া বেগম (১১)। হ্নীলা ইউনিয়ন চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, ফকির মোহাম্মদ নিজ বাড়িটি মাটি দিয়ে দেওয়াল তৈরি করেছিলেন। বৃহস্পতিবার থেকে বৃষ্টি হওয়ায় ঘরের উপরে ও চারপাশে ত্রি-পল দিয়ে বাড়ির সবাই ঘুমিয়ে পড়ে। এরপর রাতে প্রবল বৃষ্টি শুরু হলে ৩ টার দিকে তৈরিকৃত মাটির দেয়াল ভেঙে চাপা পড়ে ঘটনাস্থলে চারজনের সবাই মারা যান। তিনি আরো জানান, বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।