আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ টেকনাফে পুলিশি অভিযানে ইয়াবাসহ আটক ২

টেকনাফে পুলিশি অভিযানে ইয়াবাসহ আটক ২


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ১৫, ২০২১ , ১১:৫০ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ মডেল থানা পুলিশের অভিযানে চার হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, টেকনাফ মডেল থানা পুলিশের একটি টিম গতকাল শনিবার সন্ধ্যায় মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে টেকনাফ থানাধীন হৃীলা ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়া থেকে ইয়াবাসহ আসামিদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, শফিউল্লাহ কায়সার প্রকাশ গুরা পুতিয়া (২২), পিতা- জাফর আলম, মাতা- ফরিদা বেগম, সাং- পূর্ব পানখালী, হ্নীলা ইউপি, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার, অপরজন মো. সাইফুল ইসলাম (২৭), পিতা- ছৈয়দ আলম, মাতা- দিল জোহার, সাং- পূর্ব পানখালী, হ্নীলা ইউপি, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার। তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।