আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ টেকনাফে ২ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১২

টেকনাফে ২ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১২


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ২, ২০১৬ , ১২:১৮ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


TEKNAF-Pটেকনাফ (কক্সবাজার): কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্ট গার্ড। এ সময় সেন্টমার্টিন বঙ্গোপসাগর এলাকা থেকে একটি ট্রলারসহ ১২ জেলেকে আটক করা হয়েছে। আটক জেলেরা চট্রগ্রাম গহিরা এলাকার বলে জানা যায়।

কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লে. নাফিউর রহমান জানান, বুধবার সন্ধ্যায় গোপন সংবাদে সেন্টমার্টিন বঙ্গোপসাগরের ৪ কিলোমিটার উত্তর-দক্ষিণ এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ ১২ মাঝিমাল্লাসহ একটি টঞ্চলার আটক করা হয়। তারা ইয়াবা পাচারের সঙ্গে জড়িত বলে জানা গেছে।

এছাড়া, একইদিন বিকাল সাড়ে ৪ টার দিকে টেকনাফ শাহপরীরদ্বীপ জালিয়াপাড়া নাফনদীর তীরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবা ও ট্রলারসহ জেলেদের টেকনাফ থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।