আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস টোকিও অলিম্পিক : প্রথম রাউন্ডে রোমানের জয়

টোকিও অলিম্পিক : প্রথম রাউন্ডে রোমানের জয়


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২৭, ২০২১ , ১১:৩৪ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : টোকিও অলিম্পিকের মাঝপথে আয়োজকদের মনে চিন্তার ভাঁজ পড়ে গিয়েছিল। কাল যে কোন সময় আঘাত হানতে পারে সামুদ্রিক ঝড় টাইফুন। অন্তত পূর্বাভাস তাই বলছে। যে কারণে কয়েক ঘণ্ট পিছিয়ে যায় আর্চারির খেলা। তবে টাইফুন আঘাত হানার আগেই বাংলাদেশের রোমান সানা রিকার্ভ এককে প্রথম রাউন্ডে ঝড় বইয়ে দিয়েছেন! ব্রিটেনের টম হলকে ৭-৩ সেট পয়েন্টে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছেন।
র‌্যাঙ্কিং রাউন্ডে ১৭তম স্থানে থাকা রোমান সানা প্রথম সেটে ২৮-২৮ স্কোরে সমানে সমান থাকেন। দ্বিতীয় সেট রোমান জেতেন ২৭-২৫ স্কোরে। তৃতীয় সেটেও জয় আসে ২৭-২৬ স্কোরে। চতুর্থ সেটে অবশ্য ছন্দপতন হয় তার। রোমান হেরে যান ২৭-২৫ স্কোরে। তবে শেষ সেটে ঘুরে দাঁড়িয়ে জয় ছিনিয়ে আনেন রোমান। ২৯-২৭ স্কোরে জিতে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছেন দেশের আর্চারির পোস্টার বয়।