ট্যাক্স-ট্রেড লাইসেন্স নবায়নের সময় বাড়ল
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২, ২০২০ , ৭:৪০ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
দিনের শেষে ডেস্ক : ‘ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকার বাসিন্দাদের হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স নবায়নের ফি জমা দেয়ার সময় বেড়েছে। বৃহস্পতিবার ডিএনসিসির এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির প্রধান জনসংযোগ কর্মমর্তা এ এস এম মামুন।
করোনাভাইরাসের প্রাদুর্ভাব বিবেচনা করে ডিএনসিসি আওতাধীন করদাতাদের ২০১৯-২০ অর্থবছরের বকেয়া হোল্ডিং ট্যাক্সের ওপর ১৫ শতাংশ সারচার্জ এবং ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্স নবায়ন ফি জরিমানা ছাড়াই পরিশোধের সময়সীমা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে। নগরবাসীর সুবিধার কথা বিবেচনায় নিয়ে ডিএনসিসি কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে