আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস ট্রফি নিয়ে দেশে ফিরলো চ্যাম্পিয়ন ভারত

ট্রফি নিয়ে দেশে ফিরলো চ্যাম্পিয়ন ভারত


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ৪, ২০২৪ , ১২:৫৫ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : কিছু দিন আগেই পর্দা নেমেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয় ভারত। বৃহস্পতিবার (৪ জুলাই) বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে পৌঁছেছে বিশ্বচ্যাম্পিয়ন।
বৈরী আবহাওয়ার কারণে বিশ্বকাপ শেষে বার্বাডোজেই অপেক্ষা করতে হয়েছিল রোহিত শর্মার দলকে। আবহাওয়া কিছুটা ভালো হওয়াই বিশেষ এক ফ্লাইটে দিল্লি বিমানবন্দরে এসে পৌঁছায় ক্রিকেটাররা। সেখানে ভক্ত, সমর্থকদের ভালোবাসায় সিক্ত হন রোহিত-কোহলিরা। তাদের স্বাগত জানাতে বিমানবন্দরে পতাকা, জার্সি গায়ে উপস্থিত হন ভারতীয় সমর্থকরা।
বিশেষ নিরাপত্তায় ক্রিকেটারদের নিয়ে যাওয়া হয়েছে দিল্লির আইটিসি হোটেলে। যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাদের সাক্ষাতের কথা রয়েছে। সাক্ষাৎ শেষে ভারত দল মুম্বাইর উদ্দেশ্যে রওয়ানা দিবে। সেখানে ছাদখোলা বাসে হবে তাদের ট্রফি প্যারেড।