আজকের দিন তারিখ ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ ট্রাক চাপায় ছাগল মারা যাওয়ায় চালককে পিটিয়ে হত্যা

ট্রাক চাপায় ছাগল মারা যাওয়ায় চালককে পিটিয়ে হত্যা


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১৯, ২০২০ , ১২:৫১ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর বাগমারায় ট্রাক চাপায় দুটো ছাগল মারা যাওয়ার ঘটনায় এর চালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার রাত সোয়া ৮টার দিকে আবু তালেব (৩৩) নামের ওই ট্রাকচালককে পিটিয়ে গুরুতর আহত করেন ছাগল মালিক ও তার লোকেরা। পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর ৪টার দিকে মারা যান তিনি। নিহত আবু তালেব পুঠিয়া উপজেলার ঝলমলিয়া এলাকার বাসিন্দা।
পুঠিয়া থানার ওসি রেজাউল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যায় বাগমারা উপজেলার ভবানীগঞ্জ শিবজাইট এলাকার গোলাম মোস্তফার দু’টি ছাগল আবু তালেবের ট্রাকের চাপায় মারা যায়। পরে ছাগলের মালিক গোলাম মোস্তফা ১০ থেকে ১৫টি মোটরসাইকেলে লোকজন নিয়ে ট্রাকের পেছনে ধাওয়া করে। ১৬ কিলোমিটার এলাকা মোটরসাইকেলে ধাওয়ার পর রাত সোয়া আটটার দিকে পুঠিয়া উপজেলার বাসুপাড়ায় এসে ট্রাকটি আটক করে তারা। এ সময় চালক আবু তালেবকে পিটিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে চলে যায় গোলাম মোস্তফার লোকজন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় পুঠিয়া থানায় হত্যা মামলা দায়ের করা হবে। এ হত্যাকাণ্ডে জড়িতদের তথ্য সংগ্রহ করা হচ্ছে।