আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৭

ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৭


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ২৫, ২০২৩ , ২:৩৫ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর শিবপুরে ট্রাক ও মাইক্রোবাসে সংঘর্ষে ৭ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ৪ জন। এদের মধ্যে ৪ জনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের ইটাখোলা নামক স্থানে এ দূঘটনা ঘটে। নিহতদের মধ্যে জুবায়দুল (৩০) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। পুলিশ জানিয়েছেন, রাতে ঢাকা থেকে মাইক্রোবাসটি সিলেট যাচ্ছিলো। মাইক্রোবাসটি ঢাকা-সিলেট মহাসড়কে শিবপুরের ইটাখোলা নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫ জন মারা যায়। আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল নেওয়ার পথে ১ জন ও হাসপাতালে আনার পর আরো ১ জন মারা যায়। গুরুতর আহত হয় ৪ জন। তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ইটাখোলা ফাড়ির ইনচার্জ মো. কবির হোসেন বলেন, রাত ৩টার দিকে ট্রাক-মাইক্রোবাসে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫ জন ও হাসপাতালে নেওয়ার পর আরো ২ জন সহ মোট ৭ জন মারা গেছে। আহতদের ঢাকায় প্রেরণ করা হয়েছে।