আজকের দিন তারিখ ৩১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব ট্রাম্পের করোনা-সংক্রান্ত সব তথ্য মিলছে না

ট্রাম্পের করোনা-সংক্রান্ত সব তথ্য মিলছে না


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ১১, ২০২০ , ১১:২২ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গত সপ্তাহে নভেল করোনাভাইরাস শনাক্ত হওয়ার আগে সর্বশেষ কবে তিনি করোনা পরীক্ষায় নেগেটিভ ধরা পড়েছিলেন, তা এ মুহূর্তে এক মৌলিক ও গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিন্তু এ প্রশ্নের উত্তর দিতে চাইছে না হোয়াইট হাউস। খবর এপির। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যালিগ ম্যাকইনেনি সাংবাদিকদের গত সপ্তাহে বলেছিলেন, ‘প্রেসিডেন্টের প্রতিবারের (করোনা) পরীক্ষার সময়সহ বিস্তারিত তথ্য আপনাদের দিচ্ছি না আমি।’ একই সুরে হোয়াইট হাউসের কৌশলগত যোগাযোগবিষয়ক পরিচালক অ্যালিসা ফারাহ বলেন, ‘এটা আমি এখন প্রকাশ করতে পারব না। চিকিৎসকেরা এটি ব্যক্তিগত (গোপন) রাখতে চান।’

‘আমি পেছন ফিরে তাকাতে চাই না,’ বলেন প্রেসিডেন্টের চিকিৎসক শন কনলি। যদি এ প্রশ্নটির উত্তর পাওয়া যেত, তাহলে মার্কিন প্রেসিডেন্টের অসুস্থ হওয়ার সময়ক্রম জানার পাশাপাশি তিনি কখন সংক্রমিত হয়েছেন এবং কাদের সংস্পর্শে গেছেন, সে সম্পর্কে গুরুত্বপূর্ণ বিস্তারিত তথ্য মিলত। হার্ভার্ডের স্কুল অব পাবলিক হেলথের মহামারিবিদ্যার অধ্যাপক মাইকেল জোসেফ মিনা বলেন, ‘এ মুহূর্তে এসে বিষয়টি খুব অদ্ভুত যে তারা আমাদের তথ্যটি দিতে অনিচ্ছুক।’