আজকের দিন তারিখ ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
যুক্তরাষ্ট্র ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন ভাতিজি ম্যারি ট্রাম্প

ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন ভাতিজি ম্যারি ট্রাম্প


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৬, ২০২০ , ১১:১০ পূর্বাহ্ণ | বিভাগ: যুক্তরাষ্ট্র


দিনের শেষে ডেস্ক : আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিতর্ক যেন কোনোভাবেই পিছু ছাড়ছে না রিপাবলিকান দলের প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এবার ট্রাম্পের বিরুদ্ধে প্রতারণা ও অসদাচরণের অভিযোগে মামলা দায়ের করেছেন তাঁর ভাতিজি ম্যারি ট্রাম্প।
নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায়, উত্তরাধিকার সূত্রে পাওয়া ১০ মিলিয়ন ডলার থেকে বঞ্চিত করার অভিযোগে ট্রাম্প ও তাঁর সহোদরদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ম্যারি ট্রাম্প। নিউইয়র্কের ম্যানহাটন আদালতে ট্রাম্প, ট্রাম্পের বোন মারিয়ানা ট্রাম্প ব্যারি ও ট্রাম্পের প্রয়াত ভাই রবার্ট ট্রাম্পের বিরুদ্ধে বৃহস্পতিবার জালিয়াতি ও অসদাচরণের অভিযোগ আনেন ম্যারি। অভিযোগে বলা হয়, ম্যারির দাদা ফ্রেডের ট্রাম্প, যিনি ১৯৯৯ সালে মারা যান, তাঁর রেখে যাওয়া বিপুল সম্পত্তি নিয়ন্ত্রণ নিয়ে নিজেদের সমৃদ্ধ করতে ব্যবহার করেন ট্রাম্প ও তাঁর সহোদররা। ম্যারি ট্রাম্পের আইনজীবী জানান, ট্রাম্প ও তাঁর সহোদররা সম্পত্তির মূল্য নিয়ে ম্যারি ট্রাম্পের সঙ্গে বারবার মিথ্যা বলেছেন ও পরবর্তী সময়ে বিভিন্ন ন্যায্য উত্তরাধিকারী পাওনা থেকে বঞ্চিত করেছেন।
তবে এ বিষয়ে ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী ও তাঁর পরিবারের অন্য সদস্যের আইনজীবীরা কোনো মন্তব্য করেননি।