আজকের দিন তারিখ ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অন্যান্য ট্রাম্পের ১৪ বছরের ছেলেরও করোনা হয়েছিল

ট্রাম্পের ১৪ বছরের ছেলেরও করোনা হয়েছিল


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৫, ২০২০ , ১২:৩৯ অপরাহ্ণ | বিভাগ: অন্যান্য


দিনের শেষে ডেস্ক :  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ১৪ বছর বয়সী ছেলে ব্যারনেরও করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছিল। মার্কিন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প বিষয়টি জানিয়েছেন। তবে তার মধ্যে কোনো লক্ষণ প্রকাশ পায়নি বলে জানিয়েছেন দেশটির ফাস্ট লেডি। খবর বিবিসির। মেলানিয়া বলেন, ‌‌‌‘ব্যারনের যখন করোনা পজিটিভ ধরা পড়ে তখন আমাদের ভয়টাই সত্যি হলো। তবে সৌভাগ্যক্রমে সে সুস্থ আছে। চলতি মাসের প্রথমদিকে প্রেসিডেন্ট ট্রাম্প এবং মেলানিয়া ট্রাম্পের করোনা পজিটিভ ধরা পড়ে। তারপরই হোয়াইট হাউসের একের পর এক কর্মকর্তার করোনা সংক্রমণের খবর সামনে আসতে থাকে।

তবে বর্তমানে ট্রাম্প এবং মেলানিয়া দু’জনই সুস্থ আছেন। এমনকি গত সোমবার থেকে নির্বাচনী প্রচারণাও শুরু করে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ব্যারন এখন ভালো আছে জানিয়ে ট্রাম্প বলেন, ‘কেন স্কুলগুলো খুলে দেওয়া উচিত এটি তার একটি উদাহরণ। এমনকী আমার মনেই হয় না সে জানতো সে ভাইরাসটিতে আক্রান্ত, এর কারণ তারা অল্প বয়সী এবং তাদের শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা লড়াই করে সেটিকে থামিয়ে দিয়েছে। উল্লেখ্য, করোনা পজিটিভ হওয়ার পর ট্রাম্পকে মেরিল্যান্ডের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানে তিন দিন ছিলেন তিনি।