আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ঠোঁটে ঠোঁট রেখে চুমুতে রেকর্ড গড়েছিলেন কারিশ্মা-আমির

ঠোঁটে ঠোঁট রেখে চুমুতে রেকর্ড গড়েছিলেন কারিশ্মা-আমির


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ২৭, ২০২১ , ১:১১ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : বলিউডের এক সময়ের ডাকসাইটের অভিনেত্রী কারিশ্মা কাপুর। যার রূপের আগুনে এক সময় ঝড় উঠত পুরুষ হৃদয়ে। অনেক সময় একার জোরেই পুরো সিনেমা টেনে নিয়ে যেতেন কারিশ্মা। তবে এখন আর তাকে পর্দায় দেখা যায়না। তারকাদের বিয়ে, সিনেমার পার্টিতে অবশ্য দেখা যায় তাকে। সম্প্রতি তিনি পা দিয়েছেন ৪৭-এ । জন্মদিনে বোন কারিনা কাপুর ও গার্ল গ্যাঙ্গকে সঙ্গে নিয়ে ছবিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। তবে এই গল্প একেবারেই কারিশ্মার জন্মদিন নিয়ে নয়, বরং এই গল্প কারিশ্মার চুমু নিয়ে।

কয়েকদিন আগেই হুট করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল কারিশ্মা ও আমির খান অভিনীত রাজা হিন্দুস্তানি ছবির এক চুম্বন দৃশ্য। ভাইরাল হওয়ার কারণও ছিল। কেননা, এই চুমু যে শুধুই চুমু নয়। একেবারে রেকর্ড। এই চুমুই হল হিন্দি সিনেমার পর্দার সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা চুম্বন।

সেসময় একটি সাক্ষাৎকারে কারিশ্মা বলেছিলেন, ‘রাজা হিন্দুস্থানি ছবিতে চুমুর দৃশ্যের জন্য খুব খাটতে হয়েছিল৷ হঠাৎ করেই রানিক্ষেতে ঝমঝম করে বৃষ্টি নামে৷ একদিকে বৃষ্টি আর একদিকে রানিক্ষেতের জমানো ঠান্ডা৷ আমি পাতলা একটা শাড়ি পরেছিলাম ৷ আমি আর আমির বৃষ্টিতে পুরো ভিজে গিয়েছিলাম৷ ওই সময়ই এক গাছের তলায় আমির আমার ঠোঁটে ঠোঁট রাখে৷ বহুবার রিটেক হয় দৃশ্য৷ খুব ক্লান্ত হয়েছিলাম৷ তবে সেই শুটিং আজও ভুলতে পারিনি৷’

১৯৯৬ সালে মুক্তি পেয়েছিল আমির-করিশ্মা অভিনীত ছবি রাজা হিন্দুস্তানি। ছবি বক্স অফিসে হিট হয়েছিলো। এদিকে এই চুম্বন দৃশ্য নিয়েও নানা মহলে তৈরি হয়েছিল বিতর্ক। জানা যায়, আজ পর্যন্ত হিন্দি সিনেমায় এত দীর্ঘ ও বলিষ্ঠ চুম্বন দেখা যায়নি।