ডিএনসিসির অভিযানে ৩ লাখ টাকা জরিমানা
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৯, ২০১৬ , ৭:৩০ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
কাগজ অনলাইন প্রতিবেদক: রমজানে খাদ্যের গুনগত মান পরীক্ষা করতে অভিযান চালিয়ে রাজধানীর ফার্মগেট এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ৯৪ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)’র ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (০৯ জুন) করপোরেশনের অঞ্চল-৫ এর নির্বাহী কর্মকর্তা এস এম অজিয়র রহমানের নেতৃত্বে ওই এলাকার খেঁজুর বাগান ও ইন্দিরা রোডে অভিযান চালানো হয়।
অভিযানে জরিমানা ছাড়াও ৬টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়। এছাড়া অভিযানে সড়কের পাশের একাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ডিএসসিসি’র ভ্রাম্যমাণ আদালত।