ডেডলাইনের আগে টুইটার সদর দপ্তরে ইলন মাস্ক
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৭, ২০২২ , ৪:১২ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব
দিনের শেষে ডেস্ক : আদালতের রায় অনুযায়ী, শুক্রবারের (২৮ অক্টোবর) মধ্যে টুইটার কেনার চুক্তি করে ফেলতে হবে বিশ্বের শীর্ষ ধনী ও যুক্তরাষ্ট্রের গাড়িনির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ককে। খবর ওয়াশিংটন পোস্টের।
এর আগে চার হাজার ৪০০ কোটি ডলারে করতে যাওয়া চুক্তিটি থেকে সরে আসার চেষ্টা করেছিলেন মাস্ক। কিন্তু আদালত বলে দিয়েছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে চুক্তি না করলে জরিমানা গুনতে হবে তাকে। বুধবার (২৬ অক্টোবর) চুক্তির সময় শেষের আগে সানফ্রান্সিকোতে টুইটার কার্যালয়ে একটি সিংক হাতে প্রবেশ করেন ইলন মাস্ক। টুইটার কার্যালয়ে ঘুরে বেড়ানোর পর নিজের টুইটারের বায়ো পরিবর্তন করে লেখেন ‘চিফ টুইট’। এ নিয়ে টুইটারে একটি ভিডিও পোষ্ট করেন ইলন।
তবে এদিন টুইটার কার্যালয়ে সংস্থার নির্বাহীদের সঙ্গে ইলন মাস্ক বৈঠক করেছেন কি না তা জানা যায়নি। এর আগে ইলন মাস্ক বলেছিলেন, টুইটারে নানা ধরনের পরিবর্তন আনতে হবে। প্রতিষ্ঠানটির প্রায় ৭৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছেন বলেও জানিয়েছিলেন তিনি। বলা হয়েছিল, টুইটারের মালিকানা ইলন মাস্ক কিংবা অন্য যার হাতেই থাকুক না কেন, প্রতিষ্ঠানটিতে কর্মী ছাঁটাই হবে।
তবে ইলন মাস্ক বুধবার টুইটারের কর্মীদের বলেছেন, ৭৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা তার নেই। গত মে মাসে টুইটার কেনার চুক্তি থেকে সরে আসার চেষ্টা করেছিলেন ইলন মাস্ক। তিনি অভিযোগ করেছিলেন, টুইটারের বট ও স্প্যাম অ্যাকাউন্টের সংখ্যা কত, তা নিয়ে প্রতিষ্ঠানটি সঠিক তথ্য দিচ্ছে না।
বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে বাদানুবাদ শুরু হয়। একপর্যায়ে তারা একে অপরের বিরুদ্ধে মামলা করে। চলতি মাসের শুরুর দিকে মাস্ক আবারও সিদ্ধান্ত বদল করে বলেন, মূল শর্তগুলো মেনেই তিনি চুক্তিটি করবেন।